১৬ নভেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিবকে স্কুল খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনা পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। প্রায় ২০ মাস পর খুলছে স্কুল। এর পাশাপাশি কলেজ খুলতেও নির্দেশ। তবে কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে, তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার খসড়া তৈরি করা হচ্ছে। একসঙ্গে না এনে ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলে আনা হবে। তা নিয়ে স্পষ্ট নির্দেশনামা শীঘ্রই জানানো হবে। একইসঙ্গে কোন কোন ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খুলছে সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।
চিকিৎসকদের মতে, পড়ুয়া-শিক্ষকদের মাস্ক পরা বাধ্যতামূলক। করোনা রুখতে সর্বপ্রথম উপায় হল মাস্ক পরা। তবে তা অবশ্যই যেন নাক বা থুতনির নিচে না নামে তা খেয়াল রাখতে হবে। সাধারণত এন-৯৫ বা সার্জিক্য়াল মাস্ক পরলে উপকার। তবে পড়ুয়ার শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। ক্লাসরুমের ভিতরে কমপক্ষে ৩ ফুটের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এক্ষেত্রে যদি সম্ভব হয়, খোলা জায়গায় মিড-ডে-মিল খাওয়ানো বা প্রার্থনা, ব্যান্ড ও শরীরচর্চার ক্লাস করানোই ভালো। পড়ুয়া স্টাফসহ সকলকে সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজারের ব্যবহার করতে হবে। ক্লাসের ভিতরে একই সময়ে যতটা সম্ভব কম পড়ুয়াকে আনতে হবে। দু-তিনটে ক্লাসরুম নিয়ে যদি এক শ্রেণীর পঠনপাঠন চালানো যায় সেদিকে নজর দিতে হবে। টিফিন খাওয়ার সময় মাস্ক খুললে কমপক্ষে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। ক্লাসরুমের দরজা-জানালা খুলে রাখতে হবে। যতটা সম্ভব খোলামেলা ও ফাঁকা স্থানে পঠনপাঠন চালাতে হবে।