রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমল শুক্রবার

A G Bengali
রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমল শুক্রবার। সেই সঙ্গে অনেকটাই কমেছে সংক্রমণের হার। কিন্তু উদ্বেগজনক কলকাতার কোভিড পরিস্থিতি। বৃহস্পতিবারের তুলনায় উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও অনেকটা বাড়ল মহানগরীতে। এ দিন মৃত্যুও কমে এক অঙ্কে নেমেছে। শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫১ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৯ হাজার ৪৬৩ জন। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে কলকাতা। মহানগরীতে এ দিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় নতুন সংক্রমিতের সংখ্যা ৮৪। তার পরই রয়েছে হুগলি (৪৪), হাওড়া (৩৬), নদিয়া (২৬), দক্ষিণ ২৪ পরগনা (২১)।

অন্যদিকে, অধিনায়ক হিসেবে ৩০০তম ম্যাচ নেমে শুধু জিতলেনই না, চতুর্থবার আইপিএল ঘরে তুললেন। ফাইনালে ২৭ রানে কলকাতাকে পর্যুদস্ত করল চেন্নাই। আগেরবার ছিটকে গিয়ে সমর্থকদের ফিরে আসার কথা দিয়েছিলেন 'থালা'। শুধু ফিরে আসাই নয় দুবাইয়ে ধোনিবাহিনীর বজ্রনির্ঘোষ দেখে মনে হবে,'এভাবেও ফিরে আসা যায়!' ইদানীং কেকেআর মালিকের উপরে 'শনির দৃষ্টি'। নইলে ১০ ওভার ৪ বলে ওপেনিং জুটিতে ৯১ রান তুলে ফেলার পরে তাসের ঘরে মতো ভেঙে যেতে পারে নাইটদের ব্যাটিং! ফাইনালে স্নায়ুর চাপ ধরে রাখতে পারল না কেকেআর। শুরুটা দারুণ করেছিলেন কেকেআর-র দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ও শুভমন গিল। ভেঙ্কটেশের ক্যাচ দু'বার ছাড়েন ধোনি। মনে হচ্ছিল, অধিনায়কের ক্যাচ ফস্কানোর দাম দিতে হবে চেন্নাইকে। অর্ধ-শতরান করেন দুই তরুণ নাইট। তাঁরা ফিরতেই কার্যত আত্মসমর্পণ করলেন বাকি ব্যাটাররা।

Find Out More:

Related Articles: