পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিত্ সিং চান্নি

A G Bengali
মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তুমুল নাটক পঞ্জাবে। বিকেলে রাজ্য কংগ্রেসের বৈঠকের পরই শোনা গিয়েছিল অমরিন্দর সিং মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর ওই জায়গায় আসতে পারেন রাজ্যের মন্ত্রী সুখজিন্দর রনধাওয়া। সংবাদমাধ্যমে ওই খবর প্রচারিত হওয়ার পরই চণ্ডীগড়ের ম্যারিটয় হোটেলে রাজ্য কংগ্রেসের নেতাদের নিয়ে বৈঠকে বলেন কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। সেই বৈঠকে যোগ দেন নভজ্যোত সিং সিধু। সংবাদমাধ্যমে খবর, সুখজিন্দরের নাম ঘোষণার পরই প্রবল ক্ষোভ প্রকাশ করেন সিধু। ওই বৈঠক শেষে এখন খবর, সুখজিন্দর নন, মুখ্যমন্ত্রী হতে পারেন চরণজিত্ সিং চান্নি।

তবে পঞ্জাবের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত রবিবার বিকেলে ঘোষণা করেন, পঞ্জাবে কংগ্রেসের পরিষদীয় দলনেতা হিসাবে চন্নীর নাম নির্দিষ্ট করা হয়েছে। তখনই স্পষ্ট হয়ে যায়, কে হতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। শনিবার অমরেন্দ্র সিংহের পদত্যাগের পর থেকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে একাধিক নাম উঠে আসছিল, সেই তালিকায় ছিলেন অম্বিকা সোনির মতো প্রবীণ কংগ্রেস নেতাও। চান্নির নাম ঠিক হওয়ার পর রনধাওয়ায় সংবাদমাধ্যমে বলেন, কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্তে আমি খুশি।  আমাকে যাঁরা সমর্থন করেছিলেন তাঁদের ধন্যবাদ। তবে চান্নিকে স্বাগত। ও আমার ভাইয়ের মতো। শনিবার অমরেন্দ্র সিংহের পদত্যাগের পর থেকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে একাধিক নাম উঠে আসছিল, সেই তালিকায় ছিলেন অম্বিকা সোনির মতো প্রবীণ কংগ্রেস নেতাও। চান্নির নাম ঠিক হওয়ার পর রনধাওয়ায় সংবাদমাধ্যমে বলেন, কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্তে আমি খুশি।  আমাকে যাঁরা সমর্থন করেছিলেন তাঁদের ধন্যবাদ। তবে চান্নিকে স্বাগত। ও আমার ভাইয়ের মতো।

Find Out More:

Related Articles: