কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৫৭ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার কম। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন। সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। গোটা অতিমারি পর্বে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন। সেই সঙ্গে দেশে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে দু’হাজারের বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০ জন।
অন্যদিকে, সনিয়া গান্ধীর (Sonia Gandhi) ডাকা কংগ্রেস-সহ ১৮ বিরোধী দলের বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে যে বিষয়গুলি নিয়ে কেন্দ্রের কাছে দাবি করা যেতে পারে তা সবিস্তারে উল্লেখ করেন মমতা (Mamata Banerjee)। তিনি জানান, সকলের জন্য টিকার ব্যবস্থা করতে হবে। বাতিল করতে হবে ৩ কৃষি আইন। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের শুল্ক প্রত্যাহার করুক কেন্দ্র। পেগাসাসে বিচারবিভাগীয় তদন্ত করা হোক। রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ অনুচিত। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের শুল্ক প্রত্যাহার করুক কেন্দ্র। পেগাসাসে বিচারবিভাগীয় তদন্ত করা হোক। রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ অনুচিত। বরং জনস্বার্থে বেসরকারি সংস্থাকে অধিগ্রহণ করতে পারে সরকার। তার পরই মমতার প্রস্তাব, দেশের কর কাঠামোর বাইরে থাকা পরিবারগুলির হাতে মাসিক ৭,৫০০ টাকা তুলে দেওয়া হোক।