কমছে সক্রিয় রোগীর সংখ্যা

A G Bengali
বৃহস্পতিবার এবং শুক্রবার প্রায় একই আছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৭১ জন। তবে দেশের মধ্যে সংক্রমণ সবথেকে বেশি হচ্ছে কেরলে। দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি হচ্ছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১১৬ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ কেরলের চারভাগের এক ভাগ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৭০২), অন্ধ্রপ্রদেশ (১,৫০১), কর্নাটক (১,৪৩২), ওড়িশা (১,০৪১), পশ্চিমবঙ্গে (৭৩১) এবং অসম (৭১৩)। এ ছাড়ও মণিপুর, মিজোরাম, মেঘালয়ের সংক্রমণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রিত নয়।

অন্যদিকে, টুইটারের পর এবার রাহুল গান্ধীর পোস্ট মুছে দিল ফেসবুক। দেরিতে হলেও একই পথে হাঁটল ফেসবুক ও ইনস্টাগ্রাম। ধর্ষিতার পরিবারের ছবি পোস্ট করায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) অ্যাকাউন্ট লক করে দিয়েছিল টুইটার। রাজধানীর বুকে ন'বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন। পরিবারকে না জানিয়ে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় শিহরিত হয়েছিল গোটা দেশ। প্রতিবাদে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল গান্ধী৷ তারপরেই ধর্ষিতা নাবালিকার বাবা-মায়ের পরিচয় প্রকাশ করার মত ভুল করে ফেলেন তিনি। যা অনুচিত এবং আইনের চোখে অপরাধ। সমালোচনায় সরব হয় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন৷ যার জেরে তীব্র কটাক্ষের মুখে পড়েন রাহুল গান্ধী। টুইটার আগেই মুছে দিয়েছিল কংগ্রেস নেতার এই বিতর্কিত পোস্ট। এবার পোস্ট সরিয়ে দিল ফেসবুক ও ইনস্টাগ্রাম।

Find Out More:

Related Articles: