রাজ্যে বিধিনিষেধ ৩০ অগাস্ট পর্যন্ত

A G Bengali
রাজ্যে কোভিড বিধিনিষেধের সময়সীমা বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী, যে যে ক্ষেত্রে ছাড় ছিল তাই থাকছে। লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না। লোকাল ট্রেন কেন চালু করা হচ্ছে না, অনেকেই এই প্রশ্ন তুলছেন। এদিন সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অনেকে প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? টিকা কিছুটা না দিতে পারলে গ্রামেগঞ্জে এর প্রকোপ বাড়বে। আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য মেট্রো, বাস চালু করে দেওয়া হচ্ছে। জীবনের চেয়ে বেশি দামি কিছু নয়। আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে বন্ধু। লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি। তৃতীয় ঢেউয়ের বিষয়টি দেখছি। ট্রেনে বললাম নিয়ম মেনে যান। দেখলাম নিয়ম মেনে তো দূরের কথা গাদাগাদি করে লোক যাচ্ছে। অগাস্টের ৩১ তারিখ পর্যন্ত থাকবে। থিয়েটার খুলে দিচ্ছি। সুইমিংপুল খুলছে। সাধারণ মানুষের দাবি মেনে ১১ থেকে সকাল ৫টা পর্যন্ত থাকবে। এতে মানুষের কোনও অসুবিধা হবে না।

অন্যদিকে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অভাব-অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে খবর দিয়ে জানানো যাবে। বৃহস্পতিবার লক্ষ্মীবারেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সাধারণ মানুষের সুরাহার সমাধানের উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওরকম টাকা-পয়সা লাগবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মের জন্য। এমনকী অন্য কোনও রকম অভাব-অভিযোগ থাকলেও তা মুখ্যমন্ত্রীর দফতরে জানানো যাবে বলে আশ্বস্ত করেছেন মমতা। ১০৭০-২২১৪-৩৫২৬ টোল-ফ্রি নম্বরে ফোন করে জানানো যাবে অভিযোগ। এছাড়া মহরমের ছুটি হবে ১৯ তারিখের জায়গায় ২০ অগাস্ট হবে।

Find Out More:

Related Articles: