বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। প্রবণতা বজায় রেখে কেরলে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬০০ জন। পরেই রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক। দেশে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক সুস্থতা। কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২৯১ জন। মঙ্গলবার দেশে এক ধাক্কায় মৃত্যু অনেকটাই কমেছিল। বুধবার আবার এক লাফে ৯০০-র গণ্ডি পেরিয়েছিল তা। তবে বৃহস্পতিবার সামান্য কমে দাঁড়িয়েছে ৮১৭। কেন্দ্রের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৩৩ লক্ষ ৮১ হাজার ৬৭১ জন। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জন।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, এমনটাই খবর। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বিহার থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জন্যই এই বৃষ্টিপাতের প্রাবল্য বৃদ্ধি। এর পাশাপাশি মৌসুমি বায়ুঅ সক্রিয় হয়ে ওঠায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।