দেশে ফের পর পর দু’দিন বাড়ল দৈনিক সংক্রমণ

A G Bengali
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল। বুধবার দেশের দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা ফের তিন হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা। গত দু’দিন দৈনিক সংক্রমণ একটু বেড়েছে। কিন্তু যত লোক আক্রান্ত হচ্ছেন রোজ, তার থেকে অনেক বেশি আক্রান্ত রোজ সুস্থ হয়ে উঠছেন। যার জেরে সক্রিয় রোগীর হ্রাস অব্যাহত হয়েছে। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে কমতে কমতে হয়েছে ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার ৬.২১ শতাংশ। যা গত দু’দিনের থেকে কম।

অন্যদিকে, নিজেদের আপডেটেড প্রাইভেসি পলিসিতে trick-consent-এর ব্যবস্থা এনে WhatsApp আসলে উপভোক্তাদের স্বার্থই ক্ষুণ্ণ করছে, এই মর্মে দিল্লি আদালতে অভিযোগ জানাল কেন্দ্র। কেন্দ্র আদালতকে অনুরোধও জানিয়েছে যে, তারা যেন অ্যাপটিকে এই কাজ থেকে বিরত করে। এর আগে ২৬ মে ভারত সরকার বনাম হোয়াটসঅ্যাপ তরজার শুরু। WhatsApp দিল্লি আদালতে কেন্দ্রের নতুন সোশ্যাল মিডিয়া নীতি (IT Rule) নিয়ে আপত্তির কথা জানিয়েছিল। তারা জানিয়েছিল, এর ফলে উপভোক্তাদের প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।

Find Out More:

Related Articles: