ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে ফের সন্ধে ৬টায় সাংবাদিক বৈঠক করবেন বলে জানালেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, ৬টার সময় ইয়াস নিয়ে আরও তথ্য জানাতে পারবেন তিনি। প্রয়োজন হলে পরিস্থিতি সামলাতে সেনা নামানোর সিদ্ধান্তও নিতে পারে রাজ্য সরকার। বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের কর্মীদের মমতা বললেন, ‘‘আপনারাও চাইলে রাতে এখানে থাকতে পারেন। খাওয়া-দাওয়া থাকার সবরকম ব্যবস্থা থাকবে।’’
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, '৯ লক্ষ লোককে উদ্ধার করা হয়েছে। আমপানের সময় করা হয়েছিল ১০ লক্ষ মানুষকে। রাজ্যে ৪ হাজার ফ্লাড সেন্টার রয়েছে। সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। ৭৪ হাজার অফিসার ও কর্মীকে কাজে লাগানো হয়েছে। এছাড়া ৩ লক্ষ পুলিস, সিভিক পুলিস, হোমগার্ড, সেনা, এনডিআরএফ রয়েছেন।" তিনি আরও বলেন,"আমি নিজেও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের সঙ্গে কথা বলেছি। আমরা নিজেরাও নবান্নে থাকব।" দুর্যোগ ও ভরা কোটাল নিয়ে কয়েকটি জেলাকে সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘’অনেক জায়গায় গঙ্গায় জল বাড়ছে। এটা আমাদের কাছে একটু বেশি চিন্তার বিষয়।‘’ ফিরহাদ হাকিম বাড়িতে থেকেই গোটা পরিস্থিতির মনিটরিং করছেন। কলকাতা শহর দেখার জন্য ১০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর কলকাতার দিকে অতীন ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায়। মধ্য কলকাতার দায়িত্বে স্বপন সমাদ্দার, জীবন সাহা। দক্ষিণ কলকাতার জন্য অরুপ বিশ্বাস, দেবাশিস কুমার, রতন মালাকার, বৈশ্বানর চট্টোপাধ্যায়। তারক সিং, অঞ্জন দত্ত দেখবেন খিদিরপুর, বেহালা অঞ্চল।