শিশির-দিব্যেন্দুকে ‘Y প্লাস’ নিরাপত্তা

frame শিশির-দিব্যেন্দুকে ‘Y প্লাস’ নিরাপত্তা

A G Bengali
শিশির অধিকারীর নিরাপত্তা বৃদ্ধি করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কাঁথির সাংসদকে ওয়াই প্লাস ক্যাটগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ছেলে তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁকেও ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন শিশির ও দিব্যেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা জানা যায়নি। এই বিষয়ে দু’জনের সঙ্গে যোগাযোগ করা হলে দু'জনেই জানান, এই বিষয়ে তাঁরা এখনও কোনও চিঠি পাননি। তবে বিষয়টি শুনেছেন। সূত্রের খবর, এই খবর সামনে আসার পরই রাজ্যের তরফ থেকে ওই দু’জনের নিরাপত্তা প্রত্যাহার করার ভাবনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে বিজেপি-র একটি জনসভায় অমিত শাহের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির। অন্যদিকে, তমলুকের সাংসদ দিব্যেন্দুর সঙ্গে ভোটের আগে থেকেই দূরত্ব তৈরি হয়েছিল তৃণমূলের। ভোটের পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে বলে দলীয় সূত্রে খবর।

অন্যদিকে, অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রকে অশালীন মেসেজ এবং ফোনে হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক বিজেপি কর্মী। বর্ধমান থেকে গ্রেফতার। ধৃতের বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা রুজু। জানা গিয়েছে, ধৃত বিজেপি কর্মীর নাম সৌমেন ঘোষাল৷ বর্ধমানের গলসিতে বাড়ি৷ অভিযোগ, বেশকিছু ধরে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্রকে প্রথমে ফোন করে বিরক্ত করছিলেন তিনি। এরপর নম্বর ব্লক করে দিকে। হোয়াটসঅ্যাপে বিরক্ত করতে থাকেন অভিযুক্ত। হোয়াটসঅ্যাপে ফোন করতে থাকেন এবং অশালীন মেসেজ করেন৷ দেন হুমকিও। গোটা ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন৷

Find Out More:

Related Articles:

Unable to Load More