ভ্যাকসিনের দাম কমাল সেরাম ইনস্টিটিউট। সেরামের (Serum Institute of India) সিইও আদার পুনাওয়ালা (Adar Poonawalla) টুইটারে ঘোষণা করেন,''সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে জনহিতে আমি রাজ্যগুলির জন্য ডোজ পিছু দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করছি। নতুন দাম এখন থেকেই কার্যকর হবে। এর ফলে রাজ্য়গুলির কোটি কোটি বাঁচবে। তা টিকাকরণকে আরও বৃহত্তর অংশে পৌঁছে দেবে। বাঁচাবে অসংখ্য জীবন।''
অন্যদিকে, রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৮১২ জন। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন। তার জেরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতা (৩,৮২১) এবং উত্তর ২৪ পরগনা (৩,৭৭৮)-য় আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এ ছাড়া হাওড়া (৯৫৫), হুগলি (৮৮২), পশ্চিম বর্ধমান (৮৫০), বীরভূম (৭৮২), নদিয়া (৬৯০), পূর্ব বর্ধমান (৫৮৯), মালদহ (৫০৭), পূর্ব মেদিনীপুর (৪১৫), দার্জিলিং (৩৯৫), পুরুলিয়া (৩৮২), বাঁকুড়া (২৭৩), উত্তর দিনাজপুর (২৬০), জলপাইগুড়ি (২৪২), পশ্চিম মেদিনীপুর (২২২), কোচবিহার (২০৩), আলিপুরদুয়ার (২১৪) এবং দক্ষিণ দিনাজপুর (১৩৬) জেলায় সংক্রমণ আগের তুলনায় বেড়েছে বেশ খানিকটা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ হাজার ৯৩৩ জন। তার জেরে রাজ্যে এখন মোট সুস্থের সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৫৮১ জন।