অভিনয় জগত থেকে এবার রাজনীতির ময়দানে। শ্যামপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তনুশ্রী চক্রবর্তী। নির্বাচনে কমিশনে হলফনামায় কী জানালেন তনুশ্রী দেখে নেওয়া যাক-
নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন সেই অনুযায়ী তনুশ্রীর হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের ৪টি অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর স্থায়ী আমানত রয়েছে ১৪ লাখ ৭৬ হাজার টাকার। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, ডাকঘর, বিমা- এ সমস্ত কোনও ক্ষেত্রেই তাঁর বিনিয়োগ নেই বলে জানিয়েছেন তনুশ্রী। একটি মাত্র গাড়ি রয়েছে তাঁর। টয়োটা করোলা। ২০১৭ সালে ১৬ লাখ ৭৫ হাজার ৩০৭ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন তিনি। গাড়ির জন্য ঋণ নিয়েছিলেন ৫ লাখ ৫৪ হাজার ৫৫৪ টাকা। মূল্যবান জিনিসপত্রের মধ্যে তাঁর কাছে সোনা রয়েছে ১৯৫ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৯ লাখ টাকা। পারিবারিক সূত্রে পাওয়া কিংবা নিজ উপার্জনে কেনা কোনও জমি, বাড়ি, ফ্ল্যাট কিছুরই উল্লেখ নেই হলফনামায়। গত অর্থবর্ষে তিনি নিজের উপার্জন দেখিয়েছেন ১০ লাখ ৩১ হাজার ১০০ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩৯ বছরের এই অভিনেত্রীর কাছে রয়েছে ৪১ লাখ ১ হাজার ৩০৭ টাকা।
অন্যদিকে, কেন্দ্র সরকার সূত্রে খবর, বৃহস্পতিবার ও বৈঠক হবে সন্ধে সাড়ে ছটায়। বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্য সচিব। দেশের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। ওইসব রাজ্যের মুখ্যসচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে করোনা করোনা নিয়ন্ত্রণে বেশকিছু নির্দেশিকাও দিতে পারেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই রবিবার এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকের পরই মহারাষ্ট্র, পঞ্জাব ও ছত্তীসগঢ়ে কেন্দ্রের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি ওই বৈঠকে মোট ৫ দফা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলি হল টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, কোভিড বিধি মানা ও টিকাকরণ।