কবে কোথায় ভোট জেনে নিন

A G Bengali
তামিলনাড়ু, পুদুচেরি সহ পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল। প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পুদুচেরিতেও ভোট হবে ৬ এপ্রিল। এক দফাতেই নির্বাচন হবে এই রাজ্যেও। এমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। তামিলনাড়ুতে পোলিং স্টেশন ৮৮৯৩৬ টি। এবং পুদুচেরিতে পোলিং স্টেশন ১৫৫৯ টি। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার।
আর এ রাজ্যে ভোট হবে মোট ৮ দফায়। এমনকী বিভিন্ন জেলায় কয়েক দফায় ভোট হবে বলে জানিয়েছে কমিশন। তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনাও। যেখানে ভোট হতে চলেছে ৩ দফায়।
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় নির্বাচন হবে মোট ৩০টি কেন্দ্রে। ভোটগ্রহণ হবে ২৭ এপ্রিল। সেদিন ভোট দেবেন পুরুলিয়া, বাঁকুড়ার একাংশ, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের একাংশ ও পশ্চিম মেদিনীপুরের একাংশের ভোটাররা।
দ্বিতীয় দফায় নির্বাচন হবে ৩০টি বিধানসভা কেন্দ্রে। ভোটগ্রহণ হবে ১ এপ্রিল। ভোট হবে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বাকি অংশে। সঙ্গে ভোট দেবেন দক্ষিণ ২৪ পরগনার একাংশের মানুষ।
তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৩১টি কেন্দ্রে। ভোটগ্রহণের দিন ৬ এপ্রিল। ভোটগ্রহণ হবে হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে।
চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে ৪৪টি আসনে। ভোটগ্রহণ হবে ১০ এপ্রিল। ভোট দেবেন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশের মানুষ। সঙ্গে ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে।
পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে ৪৫টি আসনে। ভোটগ্রহণের দিন ১৭ এপ্রিল। ভোটগ্রহণ হবে উত্তর ২৪ পরগনার একাংশ, নদিয়ার একাংশ, পূর্ব বর্ধমানের একাংশ, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।
ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে ৪৩ট আসনে। ভোটগ্রহণের দিন ২৬ এপ্রিল। ভোটগ্রহণ হবে, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বাকি অংশ, পূর্ব বর্ধমানের বাকি অংশ ও উত্তর দিনাজপুরে।
সপ্তম দফায় ভোটগ্রহণ হবে ৩৬টি আসনে। ভোটগ্রহণের দিন ২৬ এপ্রিল। ভোটগ্রহণ হবে মালদার একাংশ, মুর্শিদাবাদের একাংশ, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ কলকাতায়।
অষ্টম তথা শেষ দফায় ভোটগ্রহণ হবে ৩৫টি আসনে। ভোটগ্রহণের দিন ২৯ এপ্রিল। ভোটগ্রহণ হবে মালদা ও মুর্শিদাবাদের বাকি অংশে, বীরভূম ও উত্তর কলকাতায়। ভোটগণনা ২ মে।

Find Out More:

Related Articles: