বাংলার মাটির মানুষই বিজেপি'র আগামী মুখ্যমন্ত্রী : অমিত শাহ
জানা গিয়েছে, বাংলায় কী ভাবে জয় নিশ্চিত করা যায় তা নিয়ে মোদীর সামনে বসে সবিস্তার আলোচনা চান বলেই শুভেন্দুকে খুব তাড়াতাড়ি দিল্লিতে চাইছেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার আগে নানা জল্পনা শোনা গেলেও শুভেন্দু কিন্তু দিল্লি যাননি। মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য দিল্লিতে ডাকা মানে শুভেন্দুকে যে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে বিজেপি তা স্পষ্ট। সেই গুরুত্ব দেওয়ার প্রমাণ অবশ্য আগেই মিলেছে। রাজ্যে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলের নির্বাচনী কৌশল বৈঠকে জায়গা পেয়ে যান শুভেন্দু। তারও আগে শনিবার মেদিনীপুর থেকে কলকাতা ফেরার সময় শুভেন্দুকে নিজের চপারে তুলে নেন অমিত। রাজারহাটের যে হোটেলে অমিত উঠেছেন, সেখানেই রাতে দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত বৈঠক হয়। জানা গিয়েছে, সেই হোটেলেই রাতে থাকছেন শুভেন্দু। রবিবার অমিতের সঙ্গেই রওনা দেবেন বোলপুরের উদ্দেশে।