বিধি মেনে মেট্রো-লোকাল ট্রেন চালু হলে আপত্তি নেই মমতার

A G Bengali
২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাপ্তাহিক লকডাউন। ৭, ১১, ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন। তবে শহরতলির ট্রেন এবং মেট্রো চলাচল চালু করতে চাইলে রাজ্যের কোনও আপত্তি নেই বলেও বুধবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি জানান, রাজ্যের কোভিড পরিস্থিতি বিবেচনা করে স্কুল  কলেজ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। সপ্তাহে এখন যে ভাবে এক দিন বা দু’দিন সার্বিক লকডাউন পালন করা হচ্ছে তা-ও চলবে। নবান্নে এ দিন বিকেলে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘‘বিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে যদি কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হয়, তবে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে একসঙ্গে সব নয়। ধাপে ধাপে চালাতে হবে।’’ তিনি এ দিন ছ’টি শহর থেকে বিমান চলাচলে নিষেধা়জ্ঞা শিথিল করার কথাও বলেন। দিল্লি মুম্বই, পুণে, সুরত-সহ ৬টি শহর থেকে রাজ্যে বিমান চলাচল নিষিদ্ধ ছিল এত দিন। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সপ্তাহে তিন দিন বিমান চলাচলে অনুমতি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 

Find Out More:

Related Articles: