বাংলায় করোনায় মৃতের সংখ্যা ৪১৫
করোনা আতঙ্ক রয়েছে। কিন্তু এরই মধ্যে ছন্দে ফেরার চেষ্টা করছে রাজ্যে। শুরু হয়েছে অফিস। কিন্তু এরই মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। ওই একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে কলকাতায় উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত ৩ ছাড়িয়ে গিয়েছে। গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৮৫ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। তার মধ্যে শুধু কলকাতাতেই মৃতের সংখ্যা ২৬৫। গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গিয়েছেন, তার মধ্যে কলকাতার বাসিন্দাই ৫ জন। হাওড়ায় মারা গিয়েছেন ৩ জন, দুই ২৪ পরগনায় এক জন করে করোনায় মারা গিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। অন্যদিকে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গেও। কোচবিহারে ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৫৪৮। কলকাতায় মৃত্যুর সংখ্যাও বেশি (২৬৫)। হাওড়া কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৯০৮ জন, উত্তর ২৪ পরগনায় ৭১৬ জন, হুগলিতে মোট আক্রান্ত ৪১৬,দক্ষিণ ২৪ পরগনায় ১৯১ জন।
তবে করোনা যুদ্ধজয় করে বাড়ি ফেরার সংখ্যাও বেড়েছে। এখনও পর্যন্ত ৩ হাজার ৬২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ হওয়ার হার পৌঁছেছে ৪০.২৮ শতাংশে। সেই সঙ্গে ল্যাবের সংখ্যাও বেড়ে হয়েছে ৪৩। আরও ৩টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে রাজ্যে টেস্টের সংখ্যাও কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ৭ হাজার ৮০২টি। গত কয়েক দিন ধরে গড়ে ৯ হাজারের উপরে টেস্ট হচ্ছিল। যদিও এখনও পর্যন্ত টেস্ট হয়েছে ২ লক্ষ ৮০ হাজার ৯৮টি।