কার্বাইন হাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলের ছবি ভাইরাল, বিতর্ক শুরু

Paramanik Akash
পিছনে দুর্গা প্রতিমা, সামনে কার্বাইন ও লাইট মেশিনগান হাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ছেলে। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পর থেকে বিতর্ক ক্রমশই বাড়ছে। এদিকে শুক্রবার জানা গিয়েছে, ওই ছবির উৎস।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে আরিয়ান দেব অস্ত্র হাতে ওই ছবি তুলেছিলেন আগরতলায় ত্রিপুরা স্টেট রাইফেলস্‌-এর 7 নম্বর ব্যাটালিয়নের সদর দফতরে। সেখানে বিজয়া দশমীর দিন আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেবকে। সেদিন ত্রিপুরা স্টেট রাইফেলস্‌-এর সদর দফতরে ছেলে আরিয়ানকে নিয়ে গিয়েছিলেন নীতিদেবী।
ওই দুর্গামণ্ডপে তখন অস্ত্রপুজোর আয়োজন করা হয়েছিল। সেই অস্ত্র হাতে নিয়েই ছবি তোলেন আরিয়ান দেব। পরে সেই ছবি ভাইরাল হয়ে যায়।
জওয়ানদের অস্ত্র কী ভাবে আরিয়ানের হাতে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। জওয়ানরাই বা কেন এই ভয়ঙ্কর অস্ত্র মুখ্যমন্ত্রীর ছেলের হাতে দিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তুমুল সমালোচনা চলছে।

কার্বাইন হাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে আরিয়ান দেবের ছবি ফেসবুকে ছড়ানোর পরই শুরু হয়েছে বিতর্কও। এই কার্বাইন কী ভাবে আরিয়ানের হাতে এল তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি। ফেসবুকে ছড়িয়ে যাওয়া দু’টি ছবিতে দেখা যাচ্ছে, দুর্গা প্রতিমার সামনে কার্বাইন ও লাইট মেশিনগান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী-পুত্র আরিয়ান। ত্রিপুরার কংগ্রেসের নেতা সুবল ভৌমিক প্রশ্ন তোলেন, “এই ভয়ঙ্কর অস্ত্র কী ভাবে ছেলেটির হাতে এল? মুখ্যমন্ত্রীর ছেলে কি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত?’’ সুবলবাবু দাবি করেন, বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে। বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেছেন, “এই ছবি কবে তোলা তা দলের কারও জানা নেই। অস্ত্রের কথাও আমরা জানি না। তবে ওই পরিবারের কেউ অবৈধ কাজ করবেন না বলেই আমাদের বিশ্বাস।”


Find Out More:

Related Articles: