মন্ত্রী নীতিন গড়কড়ী স্বীকার করে নিলেন যে আর্থিক মন্দা আছে ।

Paramanik Akash
 আর্থিক মন্দা চলছে শুধু নয় , তীব্র থেকে তীব্র হচ্ছে মন্দা । কিন্ত আমাদের অর্থমন্ত্রী এ কথা মানতে চাইছেন না। কিন্ত মন্ত্রী নীতিন গড়কড়ী স্বীকার করে নিলেন যে আর্থিক মন্দা আছে । তবে হতাশ হওয়ার কিছু নেই ।শনিবার নাগপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন গডকড়ী। সেখান থেকেই তিনি এমন বার্তা দিয়েছেন দেশের শিল্প ও বাণিজ্যমহলকে।
গডকড়ী বলেন, “গাড়ি শিল্পের সর্বভারতীয় সমাবেশে সম্প্রতি গিয়েছিলাম। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে কথা হল। তাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে।” এ প্রসঙ্গেই তাদের অভয় দিয়ে গডকড়ী বলেন, “কখনও খুশির সময় আসবে, কখনও আবার দুঃখ। কখনও সাফল্য আসবে, আবার কখনও ব্যর্থতা। জীবনচক্রটা এ ভাবেই তৈরি।”
কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন অর্থনীতি নিয়ে তাঁর দাবিকে জোরদার করার চেষ্টা করছেন, ঠিক সেই সময় নিতিন গডকড়ীর এই ‘পেপটক’ দেশের অর্থনীতির বাস্তব চিত্রটাকে আরও প্রকাশ্যে আনল বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা বলছেন, খারাপ সময়ে দলের মনোবল বাড়াতে যেমন খেলোয়াড়দের ‘পেপটক’ দেন কোচেরা, গডকড়ী অনেকটা সেই কাজ করতে চাইলেন!
ওই অনুষ্ঠানে গডকড়ী আরও বলেন, “জানি দেশের শিল্প একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বৃদ্ধির হার বাড়াতে চেষ্টা করছি। বিশ্ব অর্থনীতি, চাহিদা, জোগান, বাণিজ্যও একই সমস্যায় ভুগছে। সুতরাং এতে আশাহত হলে চলবে না। এই সময় কেটে যাবে।” সেই সঙ্গে তাঁর দাবি, সে দিন আর দূরে নেই সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির দেশ হবে ভারত।


Find Out More:

Related Articles: