ঝাঁটা, বেলচা হাতে তুলে নিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।

Paramanik Akash
দীর্ঘ পাঁচ মাস বেতন নেই ভাটপাড়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের। এর প্রতিবাদে ভাটপাড়া পৌরসভার তিন হাজার অস্থায়ী সাফাই কর্মী কর্মবিরতি শুরু করেছেন। অস্থায়ী সাফাই কর্মীদের এই কর্মবিরতির জেরে পৌর এলাকা জুড়ে জঞ্জাল আবর্জনার স্তূপ জমেছে। এর ফলে চরম বিপদে পড়েছে এলাকার সাধারণ মানুষ। জঞ্জাল সাফাই না হওয়ায় শহরের বিভিন্ন ওয়ার্ডে জঞ্জালের স্তূপে জমেছে। সাধারন মানুষের অসুবিধার কথা ভেবে নিজেই ঝাঁটা, বেলচা হাতে তুলে নিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।
তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মদতেই অস্থায়ী সাফাই কর্মীরা এ কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এক সময়ে পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং নিজেই। তিনি এখন লোকসভায় বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছেন। অর্জুন সিং এর দলবদল এর সঙ্গে সঙ্গে পুরসভাও হাতবদল হয়ে এখন বিজেপির দখলে। অবশ্য সাফাই কর্মীদের মদতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। এত দিন দৌড়া দৌরই করে মাথা ফাটিয়ে বোম ফাটিয়ে । এলাকায় প্রচারে এসেছিল । এখন লক দেখান ক্যামেরায় আসার জন্য হাথে ঝাতা তুলে নিয়েছেন । যেমন টা হেমা মালিনি সংসদ ভবনের সামনে নাটক টা শুরু করেছিল । সেই পথে পা বাড়াল সাংসদ অর্জুন সিংহ । এলাকায় কুখ্যাত হিসেবেই পরিচিত । এখন মানুষের সমর্থন পাওয়ায় জন্য রাস্তায় ঝাট দিতে নেমে পরেছেন । কিন্তু এই নাটক টা কত দিনের জন্য ? কারন ময়লা আবর্জনা তো রোজকার ব্যাপার । অর্জুন বাবু রোজ পথে ঝাট দিতে নামবেন তো ? দিলিপ বাবু কি একটু প্রসংসা করেছে , তাতেই এই অবস্থা ! 


Find Out More:

Related Articles: