অস্থায়ী কর্মী ছাঁটাই করতে চলেছে বিএসএনএল কর্তৃপক্ষ

Paramanik Akash
সাত মাস ধরে বেতন পাচ্ছে না কর্মচারীরা । বেতনের দাবিতে বিক্ষোভ চলছে দেশের প্রায় সব বিএসএনএল অফিসে । অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া নিয়ে কোনো উদ্যোগ চোখে পড়ছে না । কেন্দ্র সরকার ইস্যুতে নিরব রয়েছে । উপরন্তু কেরলের বিএসএনএল সার্কলের ৩০ শতাংশ অস্থায়ী কর্মী ছাঁটাই করতে চলেছে কর্তৃপক্ষ। এক সপ্তাহ আগেই এ নিয়ে সার্কুলার জারি করা হয়েছে। পাশাপাশি সংস্থার মোট ব্যয়ভারের ৩০ শতাংশ কাটছাঁটও করা হবে।
দ্য হিন্দু-তে প্রকাশিত  খবর থেকে জানা গেছে ,২০ অগস্ট সংস্থার অডিট কমিটির বৈঠকে কর্মী ছাঁটাইয়ের সুপারিশ করা হয়েছিল। ওই সুপারিশে আরও বলা হয়েছিল, অস্থায়ী কর্মীদের দিয়ে কেবলমাত্র এমন কাজই করানো উচিত, যা স্থায়ী কর্মীদের দিয়ে করানো যাবে না।
বিএসএনএলের কেরল সার্কলের অস্থায়ী কর্মীদের অনেকেরই ২০-৩০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তা সত্ত্বেও গত কয়েক মাসে প্রায় ২ হাজার অস্থায়ী কর্মীকে কাজ ছাড়ার কথা বলেছেন সংস্থা কর্তৃপক্ষ।
এমনকি, তাঁদের কাজ থেকে সরানোর জন্য অবসরের নিয়মেও বদল ঘটানো হয়েছে। তবে শুধুমাত্র অস্থায়ীই নন, সংস্থার স্থায়ী কর্মীরাও স্বস্তিতে নেই। টানা দু’মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। চলতি মাসে ওনাম (নবান্ন উৎসব)-এর  আগে সে বেতন পাওয়ারও আশা নেই বলে সংস্থার অন্দরের খবর।
বিএসএনএল ক্যাজুয়াল কনট্র্যাক্ট লেবার ইউনিয়ন (সিসিএলইউ)-এর ওয়ার্কিং প্রেসিডেন্ট কে মোহানন বলেন, ‘‘বিএসএনএলের রিভাইভাল প্যাকেজের অঙ্গ হিসাবে স্বেচ্ছাবসরের সুযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এখন যা পরিস্থিতি, তাতে বেশ কিছু কর্মী এই সুযোগ নেবেন বলেই মনে হয়।।’’ একই সঙ্গে কে মোহাননের আশা, সংস্থায় স্থায়ী কর্মীদের


Find Out More:

Related Articles: