বিজেপিতে যোগদানের পর থেকে অস্বস্তিতে শোভন বৈশাখী, তবে এই অস্বস্তির কারন দেবশ্রী রায়? শোভনের বক্তব্য দেবশ্রীর সঙ্গে দল করা মোটেই সম্ভব নয়। বিজেপি নেতৃত্বকে সেটা জানিয়ে দিয়েছি। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে স্পষ্ট করলেন শোভন চট্টোপাধ্যায়। ফলে দেবশ্রীর যোগদান নিয়ে যে শোভন-বৈশাখীর আপত্তি তা স্পষ্ট হয়ে গেল। একইসঙ্গে শোভন ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, শর্ত না মানলে তাঁর পক্ষে বিজেপি করা সম্ভব নয়।
প্রসঙ্গত গত ১৪ অগাস্ট দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে নাম লেখান তৃনমূলের প্রাক্তন নেতা শোভন ও তার সঙ্গী বৈশাখী। তবে ওইদিনেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের নেত্রী দেবশ্রী রায়। কিন্তু দেবশ্রীকে দেখে বেঁকে বসেন শোভন চট্টোপাধ্যায়। স্পষ্ট বলে দেন, দেবশ্রীকে নিলে তাঁরা আর নেই। সে যাত্রায় আর দেবশ্রী রায় দলবদল করতে পারেননি। কিন্তু পরে বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তির মধ্যে সংঘাত থাকতেই পারে, কিন্তু তার জন্য দলের সিদ্ধান্ত কোনও প্রভাব পড়বে না। দেবশ্রী রায়ের সঙ্গে কথাবার্তা হয়েছে। তবে এরপর থেকেই শুরু হয় জল্পনা। রাজনৈতিক মহলে একাংশের দাবি দেবশ্রীর জন্যই শোভন বৈশাখীর গেরুয়া শিবিরের থাকা ফিকে হয়ে যাচ্ছে। দেবশ্রি রায় আগে তৃণমূলের প্রার্থী ছিল । বিধায়ীকা ছিল । কিন্তু ফিতে কাটা ছাড়া আর কোন সময় অনাকে খুব একটা দেখা যেত না ।