গাড়ি দুর্ঘটনায় মাত্র ২৬-এ প্রয়াত অভিনেত্রী গায়ত্রী

A G Bengali
শুক্রবার দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন ২৬ বছর বয়সি গায়ত্রী । অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাছিবোলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বন্ধুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। একই দুর্ঘটনায় এক পথযাত্রীও প্রাণ হারান। গাড়িটি ডিভাইডারে ধাক্কা খাওয়ার পর উল্টে গিয়ে তাঁর উপর পড়ে। সেই গাড়ির নীচে চাপা পড়েই মৃত্যু হয় তাঁর। নিজের একটি ইউটিউব চ্যানেল চালাতেন গায়ত্রী। নাম ‘জলসা রায়ুডু’। ইনস্টাগ্রামেও নানা ধরনের ছবি পোস্ট করতেন। ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’-এর পাশাপাশি নানা স্বল্পদৈর্ঘের ছবিতেও অভিনয় করেন তিনি।

অন্যদিকে, ‘অন্দরকাহিনি’ খ্যাত পরিচালক অর্ণব মিদ্যার ছবি ‘সেদিন কুয়াশা ছিল’ নিয়ে। মূলত তিনটি প্রেক্ষাপটে সাজানো ছবির গল্প। অবচেতন মনে আমরা অনেক কিছু ঘটিয়ে ফেলি তবে তার রেশ থেকে যায় আমাদের মধ্যে আমাদের মস্তিষ্কে, সেই জড়িয়ে থাকা ঘটনা যার সঙ্গে জড়িয়ে থাকে জীবন, কিন্তু ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, তাই ছবির নাম ‘সেদিন কুয়াশা ছিল’। তিনটি গল্পের মধ্যে একটির শুটিং শেয হয়েছে যার মুখ্য চরিত্রে দেখা যাবে জিতু কমলকে। তাঁর বিপরীতে দেখা যাবে সায়ন্তনী গুহ ঠাকুরতাকে। তাঁদের বাবা ও মায়ের চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি এই ছবিতে অর্থাৎ রিল লাইফেও নাতনির চরিত্রে দেখা যাবে পৃথা বন্দ্য়োপাধ্যায়কে।

Find Out More:

Related Articles: