বাবরী মসজিদের মামলাকারীর উপর হামলা

Paramanik Akash
 বাবরি মসজিদ মামলার অন্যতম পক্ষ । নাম ইকবাল আনসারি। তাঁর হামলার অভিযোগ উঠেছে । হামলাকারীরা তাকে বাবরি মসজিদ মামলা থেকে সরে যেতে বলেছেন । যদি ইকবাল আনসারি এই মামলা থেকে সরে না যান তাহলে তাঁকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ । নিজের বাড়িতেই তিনি আক্রান্ত হন বলে সংবাদে প্রকাশ । তাঁর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সে রক্ষা পায় । তবে পুলিশ দুই হামলাকারীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে ।
সংবাদসংস্থা পিটিআইকে আনসারি জানিয়েছেন, “মঙ্গলবার বিকেলে এক পুরুষ ও এক মহিলা তাঁর বাড়িতে যান। তিনি বলেন, ওই মহিলা নিজেকে বর্তিকা সিং নামের জাতীয় স্তরের শুটার বলে নিজের পরিচয় দেন। ওঁরা আমাকে জমি বিতর্ক মামলা থেকে আমার আবেদন প্রত্যাহার করে নিতে বলেন। বলা হয় তা না করলে উনি আমাকে গুলি করবেন। এর পর ওঁরা আমার উপর হামলা করেন, আমার নিরাপত্তা রক্ষীরা আমাকে বাঁচান।” তবে হামলায় তাঁর কোনও চোট লাগেনি বলেও জানিয়েছেন তিনি।

সংবাদসংস্থাকে ফৈজাবাদের পুলিশ সুপার বিজয় পাল সিং বলেন, “আমরা ওদের আটক করেছি।” তাঁদের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা জানাব।”
মঙ্গলবারই সুপ্রিম কোর্টে প্রবীণ আইনজীবী রাজীব ধাওয়ান তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন। রাম জন্মভূমি বাবরি মসজিদ জমি বিতর্ক মামলায় তিনি সুন্নি ওয়াকফ বোর্ড ও অন্য মুসলিম পক্ষের আইনজীবী হিসেবে লড়ছেন।
ধাওয়ান অবসরপ্রাপ্ত এক শিক্ষা আধিকারিক এন সন্মুগম ও রাজস্থানের বাসিন্দা সঞ্জয় কালাল বজরঙ্গীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেছেন, মুসলিম পক্ষের হয়ে আদালতে লড়াই করার জন্য হুমকি দেওয়া হয়েছে তাঁকে।
 


Find Out More:

Related Articles: