বছরের শেষেই বড় পর্দায় ফিরছেন রানি

GHOSH ARPAN

শিবানি শিবাজী রাও। পর্দায় এই নামটাই ত্রাস হয়ে উঠেছিল মস্তানদের কাছে। আবার সেই নাম এবং পুলিশের পোশাক সেই সঙ্গে দৃঢ় দৃষ্টি রানি মুখোপাধ্যায়কে অসাধারণ মানিয়েছিল এই চরিত্রে। চলতি বছরের এপ্রিলে একই রকম পোশাকে তাঁর সেই ছবি ভাইরাল হয়েছিল। তবে এবার মর্দানি নয়, মর্দানি ২-তেই বড় পর্দায় ফিরছেন রানি। এই ছবির ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পরই সিনেমাপ্রেমী দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল কবে রিলিজ করবে মপ্দানির সিক্যুয়াল। তবে সব জল্পনার অবসান মিটিয়ে তরণ আদর্শের ট্যুইটারে সে প্রশ্নের উত্তর মিলেছে। চলতি বছরের ১৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে মর্দানি -২। এই ছবির পরিচালক গোপী পুথরান। তিনিই এই ছবির চিত্রনাট্যকার। রানি জানিয়েছিলেন, মর্দানির থেকেও এই ছবি আরও আকর্ষণীয় হতে চলেছে।

 

অন্যদিকে, পুজোর পরই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর এই অনুষ্ঠানের জৌলুস ক্রমশই বেড়েছে। এবারে আবার নতুন চেয়ারম্যান করা হল রাজা চক্রবর্ত্তিকে। এখন দেখার এবারের অনুষ্ঠান কীরকম হয়! রাজ টালিগঞ্জে পরিচিত নাম। চিরদিনই তুমি যে আমার – সিনেমার মাধ্যমে সফল পরিচালকের তকমা লাগে রাজের গায়ে। তারপর একের পর এক হিট বাংলা ইন্ডাস্ট্রিকে দিয়েছে রাজ। তারমধ্যে চ্যালেঞ্জ, প্রেম আমার, লে ছক্কা, কানামাছির মতো ছবি রয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই তাঁর নতুন ছবি পরিণীতা মুক্তি পাবে। সেই ছবিতে অভিনয় করেছেন রাজের অর্ধাঙ্গিনী শুভ্রশ্রী। এছাড়া পরিণীতায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্ত্তি। এখন দেখায় এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব কেমন হয়।


Find Out More:

Related Articles: