'দসরা' বক্সঅফিসে পিছনে ফেলল অজয়ের 'ভোলা'কে

A G Bengali
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণী অভিনেতা নানি-কীর্তি সুরেশ অভিনীত ছবি 'দসরা' বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।অজয় দেবগন-তব্বু অভিনীত বলিউডের 'ভোলা' ছবিটিও মুক্তি পেয়েছে একই দিনে।অজয়-টাবু অভিনীত অ্যাকশনে ভরপুর ছবি ‘ভোলা।এই ছবির হাত ধরে চতুর্থ ছবির পরিচালনা করতে চলেছেন অজয় দেবগণ। অ্যাকশন সিক্যোয়েন্সের সঙ্গে, আবেগঘন দিকও মন কেড়েছে দর্শকের।ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা।
তেলেগু ভাষার 'দসরা' ছবি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে যথেষ্ট সারা ফেলেছে। শ্রীকান্ত ওডেলা পরিচালিত এই ছবি দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।প্রসঙ্গত, ছবির শুটিংয়ের শেষ দিনে ইউনিটের প্রত্যেক সদস্যকে স্বর্ণমুদ্রা উপহার দিয়েছিলেন কীর্তি। দলের ১৩০ জন সদস্যকে ছবির নায়িকা প্রত্যেককে প্রায় ৫০০০০ টাকা মূল্যের স্বর্ণ মুদ্রা উপহার দিয়েছিলেন। জানা যায় শুটিংয়ের শেষ দিনে অভিনেত্রী যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কৃতি সেসময় জানিয়েছিলেন তিনি কিছু মানুষকে উপহার দিতে চেয়েছিলেন যারা এই ছবিতে তাঁকে সেরাটা দিতে সবসময় সহযোগিতা করেছে।


ছবি মুক্তির পর প্রথম দিনেই ছবির সাফল্য দেখে নেটিজেনরা লিখেছেন, 'কীর্তির দেওয়া উপহার সত্যিকারের কাজে লেগেছে'। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে দ্বিতীয়বারের মতো দুটি বাঁধলেন নানি এবং কীর্তি।

বক্সঅফিসের হিসেব অনুযায়ী মুক্তির প্রথম দিনে অপ্রতিরোধ্য নানি-কীর্তির 'দসরা'। দর্শকদের চাহিদা মেটাতে ভোর পাঁচটা থেকে এই ছবির শুরু করা হয়েছিল। অ্যাকশনে ভরপুর এই ছবি দর্শকদের যথেষ্ট মন কেড়েছে। নানির কেরিয়ারের অন্যতম ভালো ছবি এটি বলে অনেকেরই অভিমত। জানা যাচ্ছে ছবিটি শুধু ভারতেই আয় করেছে ২৬ কোটি টাকা। সারাবিশ্বে ৩৮ কোটি টাকা আয় করেছে। চলতি বছরে তেলেগু ভাষার দশটি ছবি মুক্তি পেয়েছে। বিশ্বব্যাপী আয়ের পরিপ্রেক্ষিতে তৃতীয় অবস্থানে রয়েছে 'দসরা'।

প্রসঙ্গত, হিন্দি বলয়ে অজয় দেবগনের 'ভোলা' ছবির মুখোমুখি হলেও নানির 'দসরা' বক্স অফিসে অজয়ের 'ভোলা'কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে।
 

Find Out More:

Related Articles: