‘ইমার্জেন্সি’-তে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় অনুপম খের

A G Bengali
কঙ্গনা রানাউতের পরিচালনায় ‘ইমার্জেন্সি’-তে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় থাকছেন অনুপম। প্রকাশ্যে এল সেই চরিত্রের প্রথম ঝলক। ১৯৭৫ থেকে ১৯৭৭। জরুরি অবস্থা জারির পরে এ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছবি। মুম্বই সংবাদমাধ্যমের খবর, ‘ইমার্জেন্সি’-র ঘোষণা হওয়ার পর থেকেই শোরগোল শুরু হয়েছে বলিউড থেকে রাজনৈতিক মহল সর্বত্রই। ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় কঙ্গনা নিজে। কাঁচাপাকা চুল, প্রস্থেটিক মেকআপে একেবারে অবিকল চেহারা। তার পরেই নতুন করে প্রতিবাদে সামিল কংগ্রেস। বিজেপির হয়ে ইন্দিরার অবমাননা করছেন কঙ্গনা— এমন অভিযোগ তুলেছে মধ্যপ্রদেশ কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে সে রাজ্যের বিজেপি শিবিরও।

অন্যদিকে, সুস্মিতা (Sushmita Sen)কে 'অর্ধাঙ্গিনী' বলে সম্বোধন করে পোস্ট করে বসেছিলেন ললিত মোদী (Lalit Modi)। আর তারপর থেকেই জারি রয়েছে সুস্মিতা-ললিতকে নিয়ে চর্চা। সুস্মিতাকে তিনি বিয়ে করেননি, ডেট করছেন, সংশোধন করে দ্বিতীয়বার ললিত মোদী এই পোস্ট করার পরও আলোচনা কিন্তু বন্ধ হয়নি। নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যায়, এখন চর্চার বিষয় শুধুই প্রাক্তন মিস ইউনিভার্স এবং প্রাক্তন IPL  চেয়ারম্যানের প্রেম। তবে মা-কে নিয়ে এত আলোচনায় বেজায় বিরক্ত মেয়ে রেনে সেন (Renee Sen)। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন রেনে। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সেলফি পোস্ট করেন সুস্মিতা সেন। যেখানে ধরা পড়েছে, তাঁর চির পরিচিত সেই চওড়া হাসি। নীল টপ, চওড়া রোদ চশমা আর গোলাপি লিপস্টিকে বেশ গর্জাস দেখাচ্ছে অভিনেত্রীকে। ক্যাপশানে লিখেছেন, 'মনে করিয়ে দি, তোমাদের ভীষণ ভালোবাসি'। সঙ্গে চিরাচরিত ভঙ্গীতে লেখেন, 'দুগ্গা, দুগ্গা'।

Find Out More:

Related Articles: