আড়াই লক্ষের কাছে পৌঁছে গেল দেশের দৈনিক কোভিড সংক্রম

A G Bengali
যত দিন গড়াচ্ছে করোনা সংক্রমনের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। সঙ্গে সংক্রমণের হারও ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ। আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। উল্টে গত দু’দফার তুলনায় হাসপাতালে ভর্তিও তুলনামূলক ভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৫ হাজারেরও বেশি। গত কয়েক দিন ধরেই দেশে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় তা পৌঁছে গিয়েছে ১৩.১১ শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য জানাচ্ছে, গত এক সপ্তাহ ধরে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের বেশি। সেই সঙ্গে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৪৮৮ জন।

অন্যদিকে, করোনা (Covid 19) সংক্রমণ ছড়াচ্ছে গোটা দেশেই। কিন্তু পজিটিভি রেট সবচেয়ে বেশি কলকাতায়। আগামিকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের ফের ভার্চুয়ারি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৈঠক হবে বিকেল ৪টে। সেই বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে সামান্য। আর পজিটিভি রেট? ৩০.৮৬ শতাংশ। বাংলার করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্র। এদিন এক বিবৃতিতে বলা হয়েছে, সাপ্তাহিক পজিটিভি রেটে এখন দেশের মধ্যে শীর্ষে কলকাতা। চিন্তা বাড়াচ্ছে মুম্বই, বেঙ্গালুরু আরবান, থানে, চেন্নাই, পুনে-র মতো শহরও। স্রেফ সংক্রমণই নয়, এই শহরগুলিতে মৃত্যুর হারও বেশি।

Find Out More:

Related Articles: