বৃহস্পতিবার ৪০এ পা দিলেন টলি কুইন কোয়েল মল্লিক। ২০০৩ সালে 'নাটের গুরু'(Naater Guru) ছবি দিয়ে টলিউডে(Tollywood) ডেবিউ করেছিলেন কোয়েল কিন্তু তাঁর ডেবিউ করার কথা ছিল জিতের(Jeet) সঙ্গে 'সাথী'(Saathi) ছবিতে। বাধ সেধেছিলেন নায়িকার বাবা রঞ্জিৎ মল্লিক(Ranjit Mallick)। ২০০২ সালে হরনাথ চক্রবর্তী(Haranath Chakraborty) চেয়েছিলেন যে সাথী ছবিতে জিৎ ও কোয়েলের এক নতুন জুটি লঞ্চ হোক বাংলা ছবির জগতে। কিন্তু সে সময় রাজি ছিলেন না রঞ্জিৎ মল্লিক, এমনটাই জানান হরনাথ চক্রবর্তী। আসলে সে সময় পড়াশোনা শেষ হয়নি কোয়েলের। সাইকোলজিতে অনার্স পড়ছিলেন তিনি। পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে চাননি কোয়েলের কড়া বাবা। সে কারণেই এক বছর পিছিয়ে যায় কোয়েলের ডেবিউ।
অন্যদিকে, আজকের দিনেই জন্মগ্রহণ করেন তেলেগু অভিনেত্রী সামান্থা। তেলুগু প্রেমের ছবি ‘ইয়ে মায়া চেসভ’ থেকে শুরু করে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’— বারবার নজর কেড়েছেন অভিনেত্রী সামান্থা প্রভু। ২৮ এপ্রিল অভিনেত্রীর ৩৪তম জন্মদিনে সামনে এল তাঁরই নানা অজানা কাহিনি। সামান্থার বাবা অন্ধ্রপ্রদেশের, মা কেরলের। তাই ভাষা-সংস্কৃতির অনেকখানি বৈচিত্রের মধ্যে মেয়ের বেড়ে ওঠা। যা তাঁকে পরবর্তী সময়ে বিভিন্ন ভাষার ছবিতে কাজ করতে সাহায্য করেছে। পড়াশোনায় খুব ভাল ছিলেন অভিনেত্রী। যদিও পারিবারিক আর্থিক অনটনের কারণে দ্রুত রুটিরুজির পথ ধরতে হয়। মডেলিংয়ের পাশাপাশি শুরুতে পার্ট টাইম কাজও করতে বাধ্য হন সামান্থা। এর পর রবি বর্মণ নামের এক সুপরিচিত চিত্রগ্রাহক তথা পরিচালকের নজরে পড়েন সামান্থা। তাঁর হাত ধরেই অভিনয়ে জগতে পা রাখা। নিজের প্রতিভার জোরেই এর পরে চোখ টেনেছেন সামান্থা। আর কখনও পিছনে ফিরতে হয়নি। পর্দার ‘রাজি’ আজ যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে পৌঁছতে হয়েছে বহু কষ্টে, বহু লড়াইয়ে। তাই শিকড় ভোলেননি সামান্থা। সমাজের দুঃস্থ, অভুক্ত খেটে খাওয়া মানুষের পাশে থাকতে নিজের উপার্জনের অনেকটাই ব্যয় করেন বরাবর।