আসছে রহস্যে মোড়া 'লালকুঠি'

A G Bengali
শেষ ধারাবাহিক দেশের মাটিতে মাম্পি চরিত্রে জনপ্রিয় হয়ে উঠেছিলেন রুকমা রায়। তাঁকে মিস করছিল ধারাবাহিকের দর্শকেরা। এই ধারাবাহিকে ফিরছেন তিনি। সোমবার রাত থেকেই রুকমার ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেট করছেন। প্রোমোতে দেখা যাচ্ছে লাল শাড়িতে আয়নার সামনে সাজছেন রুকমা। গুনগুন করছেন জনপ্রিয় গান 'ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা'। এমন সময় হঠাৎই বন্ধ হয়ে যায় দরজা। বাড়ির মধ্যেই কেউ তাড়া করে বেড়ায় তাঁকে। এমন সময় বন্ধ হয়ে যায় দরজা আর সেখানে কেউ ছুঁড়ে মারে একটি ভোজালি।

ধারাবাহিকে রুকমার বিপরীতে কে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। অনেকেই আশা করছেন, 'দেশের মাটি'-র পুরনো জুটি অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই জুটি বেঁধে ফিরছেন রুকমা। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী থেকে শুরু করে চ্যানেল, পরিচালকও। প্রোমোতে প্রকাশ করা হয়নি পরিচালক বা প্রযোজকের নামও। ঝলক দেখে স্পষ্ট, বড় পর্দা, সিরিজের অতি জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ ঘরানা এ বার দানা বাঁধতে চলেছে ছোট পর্দাতেও। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদবদলের পালা এখানেও। একই সঙ্গে আরও একটি জিনিস মনে করিয়ে দিয়েছে। ১৯৭৮ সালের দ্বিভাষিক ছবি ‘লালকুঠি’র কথা। কনক মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি এবং বাংলায় তৈরি হয়েছিল বিখ্যাত ছবিটি। যা আদতে ভৌতিক মনে হলেও শেষে দর্শকেরা জানতে পারবেন, পুরোটাই রহস্য কাহিনি!

তবে প্রোমো দেখার পর দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

Find Out More:

Related Articles: