বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রভাস, তারপর...

A G Bengali
বাহুবলীর পর থেকেই প্রভাসের নামের সঙ্গে জুড়ে যায় অনুষ্কা শেট্টির(Anushka Shetty) নাম। তাঁদের সম্পর্ক ঘিরে শুরু হয় নানারকমের জল্পনা। সম্প্রতি 'রাধে শ্যাম'(Radhe Shyam) ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রভাস জানান যে বাহুবলীর সাফল্যের পরেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। কিন্তু বাহুবলীর পরই মন ভাঙে অভিনেতার। সেকারণেই বিয়ে করেননি প্রভাস। বাহুবলীর শুটিং চলাকালীন সময়েই তিনি মা-কে কথা দিয়েছিলেন যে, বাহুবলীর শুটিং শেষ হলেই বিয়ে নিয়ে ভাববেন।

তবে এক সাক্ষাৎকারে অকপট অভিনেতা। প্রভাস জানাচ্ছেন, ভালবাসার প্রতি তাঁর যা ধারণা তা নাকি বদলে গিয়েছে। আর সেই কারণেই নাকি তিনি বিয়ে করা থেকে আজও বিরত রয়েছেন। তবে কি নেপথ্যে মন ভাঙার করুণ আখ্যান? বাহুবলীকেও সইতে হয়েচ্ছে বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা? তাঁর কথায়, “মা মাঝে মধ্যেই বিয়ের কথা বলেন। বাড়িতে এ নিয়ে কথা হতেই থাকে। আর সেটাই তো স্বাভাবিক। প্রতিটি মা’ই চান তাঁর সন্তানকে বিবাহিত দেখতে। সংসারী দেখতে।” তিনি যোগ করেন, “বলেছিলাম বাহুবলী শেষ করেই বিয়ে করে নেব। করিনি। এখন আর কোনও উপায় নেই। মা’কে বলি চিন্তা কোরো না এই নিয়ে। এমন না যে আমি বিয়ে করতে চাই না। শুধু ওই সঠিক সময়ের অপেক্ষাতেই রয়েছি।” আগামী ১১ মার্চ মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি রাধ্যেশ্যাম। ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে। আপাতত তিনি ব্যস্ত তাঁরই প্রচারে।

Find Out More:

Related Articles: