গত ২৮ অক্টোবর জেল থেকে জামিন পেয়েছিলেন আরিয়ান। বেশ কয়েকটি শর্তে জামিন পেয়েছিলেন আরিয়ান। এবার ফের বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হলেন আরিয়ান। প্রতি শুক্রবার NCB-র অফিসে হাজিরা দিতে হয় আরিয়ানকে। জেল থেকে জামিন পাওয়ার অন্যতম শর্ত ছিল এটি। সেইমতো টানা দেড়মাস NCB-র অফিসে হাজিরাও দিচ্ছেম তিনি। কিন্তু এবার এই শর্ত থেকে মুক্তি চান আরিয়ান। দেশাই করিমজি অ্যান্ড মোল্লা ল ফার্ম থেকে আরিয়ানের হয়ে এই অ্যাপ্লিকেশন করা হয় বম্বে হাইকোর্টে। সেখানে আরিয়ানের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, প্রতি শুক্রবার হাজিরা দেওয়ার এই শর্ত যেন সরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে, সকাল সকাল গুলির আওয়াজে কেঁপে উঠল দক্ষিণ কলকাতায় রিজেন্ট পার্ক এলাকা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি। গুলি-কাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রোমোটারি ঘিরে বিবাদের জেরেই এই ঘটনা। দক্ষিণ আনন্দপল্লির তেঁতুলতলার কাছে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা পঙ্কজ সাহা এবং গোপাল মল্লিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। পঙ্কজের পেটে এবং গোপালের শরীরে নীচের অংশে গুলি লাগে। পুলিশ সূত্রের খবর, প্রোমোটারি নিয়ে রেষারেষির জেরে ভিক্টর ভট্টাচার্য এবং তাঁর এক সঙ্গীকে নিয়ে পঙ্কজদের উপর হামলা করেন। গুলিবিদ্ধ পঙ্কজ এবং গোপালকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। হাসাপাতাল সূত্রের খবর, তাঁরা ‘ট্রমা কেয়ার সেন্টারে’ চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। শুরু হয় ভিক্টর এবং তাঁর সঙ্গীর খোঁজ।