হিন্দি ছবি ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’-র শ্যুট চলছিল। অ্যাকশন দৃশ্যের মহড়ায় কোনও অসুবিধা হয়নি। বিপত্তি ঘটল ক্যামেরা চালু হতেই। গুরুতর জখম হলেন নোরা ফতেহি। তাঁর কপালে রক্তের দাগের যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তা মেকআপের কারুকার্য নয়। বাস্তবেই তাঁর কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে। এমনকি তাঁকে ভর্তি করাতে হয়েছিল হাসপাতালে। জানা যাচ্ছে, 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'- (Bhuj The Pride of India)র শ্যুটিং করছিলেন নোরা। সেখানেই সহ-অভিনেতার হাত থেকে বন্দুকের নল ছিটকে লাগে নোরার কপালে। চোট গুরুতর হওয়ায় ঝর ঝর করে রক্ত বের হতে থাকে। জানা যাচ্ছে, ছবির নির্মাতারা নোরার (Nora Fatehi) কপাল থেকে রক্ত বের হওয়ার শটটি ব্যবহার করেন। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'- (Bhuj The Pride of India) ছবিতে নোরার লুক। যেখানে নোরার কপাল থেকে রক্ত বের হতে দেখা গিয়েছে, আর সেই ক্ষত কোনও মেকআপের মাধ্যমে তৈরি করা হয়নি। এটি এক্কেবারে সত্যি।
শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনার কথা বলতে গিয়ে নোরা ফতেহি (Nora Fatehi) বলেন, ''আমরা একটি অ্যাকশন সিক্যুয়েন্সের জন্য শুটিং করছিলাম। পরিচালক সিঙ্গল টেকে এই দৃশ্যটির শট নিতে চেয়েছিলেন। আমি রিহার্সাল করছিলাম, সহ-অভিনেতা অ্যাকশন কোরিওগ্রাফি করছিলেন। উনি আমার কপালে বন্দুক ধরবেন, আর আমার সেটা এক ঝটকায় সরিয়ে মারতে শুরু করার কথা। কিন্তু বন্দুকের নলটি ভারি হওয়ার কারণে আমার কপালে আঘাত লাগে আর রক্ত ঝরতে শুরু করে।''