‘করিনা কপূর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। এই বইকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। গত ডিসেম্বরে ছেলে তৈমুর আলি খানের জন্মদিনে এই বই লেখার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তখন দ্বিতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের জন্মের ৫ মাস পর নিজের লেখা বই প্রকাশ্যে আনলেন করিনা। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা থাকাকালীন সক্রিয় ভাবে কাজ করেছেন করিনা। ‘লাল সিং চড্ডা’-র শ্যুট শেষ করেছেন। কাজের জন্য স্বামী সইফ আলি খান এবং পুত্র তৈমুরকে নিয়ে উড়ে গিয়েছিলেন দিল্লিতে। করিনার মতে, গর্ভাবস্থায় একজন যত বেশি কাজ করবেন, সচল থাকবেন, সন্তানও ততটাই ভাল থাকবে। সেই মতোই নিজেকে ব্যস্ত রেখেছিলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তান গর্ভে থাকাকালীন শুরু করেছিলেন লেখিকা হয়ে ওঠার সাধনা। করিনা লিখেছেন, ‘ভাবনা থেকে আজকে তার জন্ম— এই বই একাধিক কারণে আমার কাছে তৃতীয় সন্তানের মতো।’
অন্যদিকে, অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর সামনে এল তৈমুরের ভাইয়ের নাম। কী সেই নাম? সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সইফ-করিনা তাঁদের দ্বিতীয় সন্তানকে 'জেহ' নামে ডাকছেন। নাহ, এবার আর কোনও রাজার নাম নয়। 'জেহ' নামের উৎসস্থল এক্কেবারেই ভিন্ন। জানা যাচ্ছে, ল্যাটিন শব্দ থেকে ধার করেই এই নাম রাখা হয়েছে। 'জেহ' শব্দের ল্যাটিন অর্থ Blue Crested Bird। অর্থাৎ নীল পালকের পাখি। পার্সিতে 'জেহ' অর্থ 'To come, to bring'। অর্থাৎ আসা বা আনা। যদিও দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়ে সইফ বা করিনার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।