প্রকাশ্যে পিঙ্কি-কাঞ্চনের দাম্পত্যকলহ। কাদা ছোঁড়াছুড়িরও অন্ত নেই। দল গড়িয়েছে থানা-পুলিশ অবধি! একদিকে যখন অভিনেতার সঙ্গে শ্রীময়ী চট্টোরাজের (Sreemoyee Chattoraj) ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি তুলে থানায় বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee)। অন্যদিকে তখন পাল্টা চেতলা থানায় পিঙ্কির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন কাঞ্চনও।
এই ঘটনায় মুখ খুলল আর্টিস্ট ফোরাম।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে মঙ্গলবার একটি পোস্ট শেয়ার করেন আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। তিনি লেখেন-'শ্রী কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), শ্রীমতী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) ও শ্রীমতী শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj) নিয়ে সম্প্রতি যে বিতর্কের সূত্রপাত হয়েছে, তার সঙ্গে আর্টিস্ট ফোরাম কোনভাবেই জড়িত নয়। তিনজনেই কর্মসূত্রে ফোরামের সদস্য। তাঁদের যে সমস্যাটি সংবাদ মাধ্যম সূত্রে সকলের সামনে এসেছে, তা একান্তই ব্যক্তিগত এবং এক্ষেত্রে কোনরকম ভূমিকা নেওয়ার এক্তিয়ার ফোরামের নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোরামের নাম নিয়ে এই বিষয়ে যে মন্তব্য প্রকাশিত বা প্রচারিত হচ্ছে, তা সংস্থার ভাবমূর্তির পরিপন্থী এবং সর্বৈব মিথ্যা।' প্রসঙ্গত, এই তিন তারকাই ফোরামের সদস্য। কাঞ্চনের সঙ্গে দাম্পত্যকলহ প্রকাশ্যে আসার পরই পিঙ্কি দাবি করেছিলেন যে, টেলিভিশনের একাধিক শিল্পী ফোন করে তাঁর খোঁজ নিয়েছিলেন। পাশাপাশি, আর্টিস্ট ফোরামের অনেকেই তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই প্রেক্ষিতেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ফোরাম। সেই প্রেক্ষিতেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ফোরাম।