করোনা মুক্ত কঙ্গনা

frame করোনা মুক্ত কঙ্গনা

A G Bengali
করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন কঙ্গনা রানাওয়াত। কোভিড আক্রান্ত হয়ে ছিলেন মুম্বইয়ের বাড়িতেই। হোম আইসোলেশনে ছিলেন অভিনেতা। চিকিৎসকদের পরামর্শ মতই নিভৃতবাস কাটিয়েছেন। করোনা নেগেটিভ হয়ে ফিরলেন পাহাড়ে। পরিবারই তাঁর সবথেকে বড় শক্তি, একথা সবসময়েই বলেন তিনি। সেই পরিবারের কাছে ফিরেই দারুণ খুশি কঙ্গনা রানাওয়াত। কোভিড মুক্ত হয়ে বাড়ি ফিরেছে ছোট মেয়ে। কঙ্গনার বাড়ি ফেরায় মায়ের থেকে বেশি খুশি আর কেই বা হবেন! সব কাজে, সব সমালোচনায়, জীবনের সব যুদ্ধে কঙ্গনার পাশে বোন রঙ্গোলি। দুই বোনের লড়াকু মনোভাব দুজনকে আরও নিবিড় করেছে।


অন্যদিকে, দলের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ২জুন ইংল্যান্ড উড়ে যাবেন তিনি। আপাতত ঘরবন্দি অবস্থায় সময় কাটাতে ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন তিনি। সেখানে এক জন প্রশ্ন করেন, ‘আমার হেডফোন কোথায় রেখেছ’? জবাবে বিরাট লেখেন, ‘সব সময় যে রকম বিছানার পাশের টেবিলে রাখি, তেমনই রাখা প্রিয়’। এর সঙ্গেই একটি হাসি এবং হৃদয় ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। কে করল এই প্রশ্ন? বিরাটের উত্তর ইঙ্গিত করছে তাঁর ভালবাসা, স্ত্রী অনুষ্কার দিকে। এ ছাড়াও এক অনুরাগী জানতে চেয়েছিলেন, কবে মেয়ে ভামিকার ছবি প্রকাশ্যে আনবেন তারকা দম্পতি। বিরাটের উত্তর ইঙ্গিত করছে তাঁর ভালবাসা, স্ত্রী অনুষ্কার দিকে। এ ছাড়াও এক অনুরাগী জানতে চেয়েছিলেন, কবে মেয়ে ভামিকার ছবি প্রকাশ্যে আনবেন তারকা দম্পতি। বিরাটের উত্তর ইঙ্গিত করছে তাঁর ভালবাসা, স্ত্রী অনুষ্কার দিকে। এ ছাড়াও এক অনুরাগী জানতে চেয়েছিলেন, কবে মেয়ে ভামিকার ছবি প্রকাশ্যে আনবেন তারকা দম্পতি।

Find Out More:

Related Articles:

Unable to Load More