করোনা আক্রান্ত অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান খবরটি। একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে জানান, কীভাবে এই মুহূর্তে অসহায় অবস্থায় রয়েছেন তাঁরা। এক সপ্তাহ আগেই নিজের মাকে হারিয়েছেন অভিনেতা ঋদ্ধিমা ঘোষ। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন রিমা ঘোষ। নিজের ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর খবর পোস্ট করেছিলেন ঋদ্ধিমা। জানিয়েছিলেন, টানা পাঁচ দিন করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন তাঁর মা।
অন্যদিকে, সরকারি গাফিলতির সমালোচনা আর আমজনতার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া আতঙ্কের বাতাবরণে সংক্রমণ রুখতে কড়াকড়ির নিরিখে বিশ্বের অন্য দেশগুলির নিরিখে ভারত কিন্তু আরও এগিয়ে যেতে চলেছে। গত ১ এপ্রিল এই তালিকায় থাকা দেশগুলির মধ্যে ভারত ছিল ৫৮ নম্বরে। তার ২৯ দিন পর গত ৩০ এপ্রিল ভারতের স্থান হয় ৭৪। কিন্তু তার পর সংক্রমণ রুখতে যে ভাবে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতের একের পর এক রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলি, তাতে এই তালিকায় ভারত আরও উপরে উঠে আসতে চলেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এর কৃতিত্ব দাবি করতে পারে দেশের ২৬টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল। যেখানে হয় পূর্ণ লকডাউন জারি করা হয়েছে বা আংশিক অথবা এমন কোনও কঠোর ব্যবস্থা জরুরি ভিত্তিতে গ্রহণ করা হয়েছে, যা প্রায় লকডাউনেরই সমতুল। যেখানে হয় পূর্ণ লকডাউন জারি করা হয়েছে বা আংশিক অথবা এমন কোনও কঠোর ব্যবস্থা জরুরি ভিত্তিতে গ্রহণ করা হয়েছে, যা প্রায় লকডাউনেরই সমতুল।