সচেতনতার বার্তা অভিনেত্রীর

A G Bengali
রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দিলেন করিনা। একটি স্মার্ট ওয়াচ। তার পর্দায় লেখা রয়েছে, কত পা হেঁটেছেন তিনি। কতটা দূরত্ব অতিক্রম করেছেন। তারই নীচে লিখলেন, ‘লকডাউন মানেই হাল ছেড়ে দেওয়া নয়’। পাশে রয়েছে দৌড়নোর একটি চিহ্ন। এ ভাবেই করিনা মনে করালেন, করোনার কারণে বাড়িতে থাকা মানে শরীরচর্চায় বিরাম নয়। করোনার সময়ে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর জন্য শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করাচ্ছেন ডাক্তারেরা। তার মধ্যে করিনার এই পোস্ট যে অনেকের উপরেই প্রভাব ফেলবে, সে বিষয়ে আশাবাদী চিকিৎসকেরা।

অন্যদিকে, অভিনেতা অর্জুন রামপাল। Covid19 পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন অর্জুন। ইনস্টাগ্রামে অর্জুন লিখেছেন, ''আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমার করোনার কোনও লক্ষণ নেই, তবে আমি নিজেকে বাড়িতে বন্দি রেখেছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যাঁরা গত ১০ দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা অনুগ্রহ করে টেস্ট করিয়ে নিন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এটা আমাদের জন্য ভীষণই ভয়ঙ্কর একটা সময়, যদি আমরা এই সময় সচেতনতা অবলম্বন করতে পারি, তাহলেই আমরা ভবিষ্যতে ভালো থাকব। আমাদের একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে।'' অর্জুনের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। শনিবারই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোনু সুদ। যিনি কিনা গত লকডাউনে, কঠিন সময়ে দেশের গরিব মানুষের পাশে ছিলেন সেই সোনুর করোনা আক্রান্ত হওয়ার খবরে মন খারাপ অনুরাগীদের।


Find Out More:

Related Articles: