‘কেউ কি বলতে পারবে ভ্যাক্সিন কবে বেরবে? বাড়িতে বসে বসে যে বোর হয়ে যাচ্ছি।’ খুব প্রয়োজনীয় প্রশ্ন। গোটা বিশ্বের মনে একটাই জিজ্ঞাসা। পৃথিবীটা যে গভীর অসুখে ভুগছে, তা জন্মের কয়েক মাসের মধ্যেই বুঝে গিয়েছে ছোট্ট ইউভান। ইউভানের এই প্রশ্নের কথা নেটাগরিকদের জানালেন সদ্যোজাতর বাবা রাজ চক্রবর্তী। ইনস্টাগ্রামে পোস্ট করলেন ইউভানের ছবি। মুখের মধ্যে গভীর চিন্তা ও হতাশার ছাপ। কী আর করবে সে! করোনা-কালে জন্মেছে। চার দেওয়ালের মধ্যে আটকে রাখতে হচ্ছে খুদের উৎসুক মনকে। সত্যিই তো! এখন তো তার চারদিক ঘুরে দেখার সময়। গাছপালা, কুকুরছানা, গাড়ি, বাস, রাস্তার আওয়াজ। বেচারা ইউভান সব থেকে বঞ্চিত।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর পরিবারে আসে ছোট্ট যুবান। তবে তাঁর আসার আগে অনেক ঝড় বয়ে গিয়েছে চক্রবর্তী পরিবারের উপর দিয়ে। করোনা আক্রান্ত হয়েই মৃত্যু হয় রাজের বাবা কৃষ্ণ চক্রবর্তীর। করোনা আক্রান্ত হন রাজ নিজেও। তবে যুবান আসার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে এসেছে চক্রবর্তী পরিবার। তবে পরিস্থিতি বিশেষ ভালো নয়, তাই এই অবস্থায় যুবানকে নিয়ে বেশি বাইরে বের হওয়ার সাহস পান না রাজ-শুভশ্রী। ৪ মাসের যুবানের তাই ঘরবন্দী জীবনই কাটছে।