দীপিকার ম্যানেজার করিশ্মার আগাম জামিনের শুনানির কী হলো ?
অন্যদিকে, মাদক মামলায় মুলতুবি হয়ে গেল দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশের আগাম জামিনের শুনানি। এই মামলায় পরবর্তী শুনানির দিন ১০ নভেম্বর ধার্য করা হয়েছে। এদিকে ৪ নভেম্বর নারকোটিক্স কন্ট্রোল ব্যাুরোর তরফে আদালতকে জানানো হয় অন্তর্বর্তী জামিনের শুনানি না হওয়া পর্যন্ত করিশ্মা প্রকাশকে গ্রেফতার করা হবে না। আর এরপরেই মাদক মামলায় কিছুটা হলেও স্বস্তি পান করিশ্মা। তবে গ্রেফতার না করা হলেও পাবলিক প্রসিকিউটর অতুল সরপান্ডে জানিয়েছিলেন তদন্তে NCB-কে সহযোগিতা করতে হবে করিশ্মাকে। গত ৪ নভেম্বরই দীপিকার ম্যানেজারকে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদও করে NCB।