কোভিড আক্রান্ত ঋদ্ধি সেন

A G Bengali
করোনা আক্রান্ত অভিনেতা ঋদ্ধি সেন। সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ঋদ্ধি লেখেন, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কোয়ারান্টিনে রয়েছেন তিনি। গত ৭২ ঘণ্টায় যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি টলিউডে একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হচ্ছেন। গতকালই সোহম চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়ের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়। কয়েকদিন আগেই আক্রান্ত হয়েছেন, মিমি চক্রবর্তী, রাজ-শুভশ্রী, দেব-রুক্মিনী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়রা। আগে থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন রুক্মিণী। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি নিজেই।

অন্যদিকে, করোনা বিধিনিষেধে ছাড়। ৫০ শতাংশ ক্ষমতায় চলতে পারবে সেলুন এবং বিউটি পার্লার। রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকায় এর আগে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল সেলুন এবং বিউটি পার্লার। এরপরেই বিউটি পার্লারের মালিকদের তরফে রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হয় এগুলি খুলে দেওয়ার জন্য। তাদের তরফে জানানো হয় যে ৫০ শতাংশ আসন নিয়ে তারা ব্যবসা যাতে চালাতে পারেন সেই দিকে যেন নজর দেয় রাজ্য সরকার। এরপরেই রাজ্য সরকারের তরফে শনিবার জারি করা হয় নির্দেশিকা। সেখানেই বলা হয়েছে যে ৫০ শতাংশ আসন নিয়ে ব্যবসা চালাতে পারবে সেলুন এবং বিউটি পার্লারগুলি। এছাড়াও বলা হয়েছে যে সেলুন এবং বিউটি পার্লারগুলি রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। প্রসঙ্গত, শুক্রবারও রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল সংক্রমণ গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হন ১৮ হাজারের বেশি মানুষ। কলকাতা শহরে পজিটিভিটি রেট ৪০ ছুঁই ছুঁই।

Find Out More:

Related Articles: