সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভুয়ো ম্যাসেজ , প্রভাব পড়ছে ব্যাবসায়

Akash Paramanik

করোনা ভাইরাসের খবর মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে ফেসবুক , হোয়াটসঅ্যাপ, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় । পাশাপাশি আরো একটি পোস্ট ভাইরাল হয়েছে তা হল, বয়লার মাংসে মিলছে করোনার ভাইরাস। পোল্ট্রি মুরগি থেকে দুরে থাকতে বলা হচ্ছে, এমনও লেখা দেখা যাচ্ছে যেখানে নীচে বা ওপরে লেখা থাকছে এই নির্দেশিকা ভারত সরকারের পক্ষ থেকে । যদিও এমন কোন নির্দেশিকা আজও প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে । এই ভুয়ো পোস্টের ফলেই ব্যাপকভাবেই সমস্যার সম্মুখিন হচ্ছেন শিলিগুড়ির বিধান মার্কেটের মুরগিহাটি-র ব্যাবসায়ীরা। যেখানে আগে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অবিরাম মানুষের আনাগোনা লেগে থাকত সেখানে আজ সত্যিই মাছি মারছেন ব্যাবসায়ীরা। শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারের পর দ্বিতীয় বৃহত্তর পোল্ট্রি মার্কেট বিধান মার্কেটের মুরগিহাটি । পাহাড় থেকে সমতলের বিভিন্ন জায়গায় এই মার্কেট থেকেই পণ্য রপ্তানি হয়। প্রতিটি দোকান থেকে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১০০০ কেজি পোল্ট্রি বিকত তা আজ ১০০ থেকে ৩০০ কেজিতে এসে পৌঁছেছে। ভুয়ো আতঙ্কের জেরে ফাঁকা শিলিগুড়ির পোল্ট্রি মার্কেট।


মুরগিহাটি-র ব্যাবসায়ীদের বক্তব্য “সরকারের নাম করেই পোল্ট্রি মুরগিকে কেন্দ্র করে বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, এগুলো কি সরকারের নজরে আসছে না? যে বা যারা এই ধরনের পোস্ট করছেন তাদের কেন চিহ্নিত করা হচ্ছে না? আমাদের কাছে সরকারের পক্ষ থেকে কোন প্রকার নির্দেশিকা নেই যে পোল্ট্রি মুরগিতে রয়েছে করোনার ভাইরাস এবং তা অবিলম্বে বিক্রি বন্ধ করতে হবে। এভাবেই চলতে থাকলে সমস্যার মুখে পড়বে পোল্ট্রি ইন্ডাস্ট্রি । বহু ফার্ম বন্ধ হয়ে যাবে, দাম বাড়বে মুরগির মাংসের। ভুয়ো পোস্টের ফল ভোগ করতে হবে সাধারন মানুষকে। শহরের নামি-দামি হোটেল সহ পাড়ার দোকানে পর্যন্ত বিক্রি কমে গিয়েছে চিকেনের। মানুষের সাধের চিকেন ভুয়ো পোস্টের জেরে আতঙ্কের চিকেনে পরিণত হয়েছে।

Find Out More:

Related Articles: