কঙ্গনা এবং রঙ্গোলিকে ফের সমন মুম্বই পুলিশের
অন্যদিকে, কঙ্গনা রানাউত এবং তাঁর দিদিকে ফের সমন পাঠাল মুম্বই পুলিস। আগামী ১০ নভেম্বরের আগে কঙ্গনা এবং রঙ্গোলিকে থানায় হাজিরা দিতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন বলেই অভিযোগ দায়ের করা হয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে। প্রসঙ্গত এর আগে গত ২৬ এবং ২৭ অক্টোবর কঙ্গনা রানাউত এবং রঙ্গোলি চান্দেলকে প্রথম দফার সমন পাঠানো হয়।