জোর গলায় দাবি লিজা মালিক কী দাবি করলেন ?

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।
অন্যদিকে, ‘রাবতা’ ছবিতে অভিনয় করেছিলেন দুজনে। সেই সময়েই ছিল জোর জল্পনা। সুশান্ত-কৃতি ডেট করছেন। কিন্তু প্রকাশ্যে সেকথা ফাঁস করেননি কেউই। অভিনেত্রী লিজা মালিক IANSকে এক সাক্ষাত্‍কারে জানান, সুশান্ত ও কৃতি নিশ্চিত একে অপরকে ডেট করছিলেন এবং বান্ধবীর জন্মদিনে হোস্টের ভূমিকায় কৃতির পাশে সারাক্ষণ ছিলেন সুশান্ত। লিজা জানান, প্রায় আড়াই বছর আগে তাঁর সঙ্গে সুশান্তের শেষ দেখা হয়। বান্দ্রা ক্লাবে নিজের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন কৃতি। সুশান্ত বরাবরই চার্মিং, তাঁর হাসি ছিল সংক্রামক। ছড়িয়ে পড়েছিল পার্টির সকলের মুখে। সুশান্তের বন্ধু মহেশ শেট্টি তাঁরও বন্ধু বলে জানান লিজা। 

Find Out More:

Related Articles: