বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, বড় চ্যালেঞ্জের মুখে সিবিআই। সুশান্তের দেহ থেকে ভিসেরা পরীক্ষার জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার মাত্র কুড়ি শতাংশ অবশিষ্ট রয়েছে আর। বাকি ৮০ শতাংশই নিজেদের তদন্তের স্বার্থে ব্যবহার করেছে মুম্বই পুলিশ। তাই আপাতত তাতে হাত দেবে না বলেই জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দলটি। যে পরীক্ষাগারে সুশান্তের ভিসেরা পরীক্ষা হয়েছিল মুম্বইয়ের সেই কালিনা ল্যাব সূত্রে জানা যাচ্ছে, মূল ৮০ শতাংশই তদন্তের জন্য এর আগে ব্যবহার করেছে মুম্বই পুলিশ। এর মধ্যে রয়েছে অভিনেতার ডিএনএ নির্ধারণের জন্য রক্তের নমুনা ইত্যাদি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মাত্র ২০ শতাংশ দিয়ে কি আদপে সুচারু তদন্ত সম্ভব? ভিসেরা রিপোর্ট ছাড়াও ওই ল্যাবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা কিছু ওষুধের পাতা এবং সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছিল। ল্যাব সূত্রে জানা যাচ্ছে, তা-ও সংগ্রহ করা আছে পরীক্ষাগারেই। ল্যাব সূত্রে জানা যাচ্ছে, তা-ও সংগ্রহ করা আছে পরীক্ষাগারেই।
Find Out More: