সুশান্তের তিনটি ফোন-ল্যাপটপ নিজেদের হেফাজতে নিল সিবিআই

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে কাজ শুরু করে দিল সিবিআই। মুম্বই পৌঁছে শুক্রবার সকালেই সুশান্ত-কাণ্ডের প্রধান প্রত্যক্ষদর্শী, সুশান্তের রাঁধুনি নীরজকে একপ্রস্থ জেরা করে সিবিআই। পাশপাশি এ দিনই মুম্বই পুলিশের কাছ থেকে সুশান্তের ব্যক্তিগত ডায়েরি, কেস ফাইল, অভিনেতার তিনটি মোবাইল ফোন, ল্যাপটপ নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী দলটি। সুশান্ত-কাণ্ডে এখনও পর্যন্ত যে ৫৬ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ তা-ও সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। প্রয়োজনে তাঁদের ডাকতে পারে সিবিআই। অভিনেতার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ, সুশান্ত মারা যাওয়ার সময় যে পোশাক পরেছিলেন, যে গ্লাসে তিনি শেষ খাবার (জুস) খেয়েছিলেন ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিস এ দিনই মুম্বই পুলিশ সিবিআইকে হস্তান্তর করবে বলে জানা যাচ্ছে। একটি সূত্র বলছে, শুক্রবারই অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটে যেতে পারে তদন্তকারী দলটি। নিরাপত্তারক্ষীকে চাবি সমেত তৈরি থাকতে বলা হয়েছে। 

Find Out More:

Related Articles: