গায়িকা ইমন এবার অভিনয়ে
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার ইমন ভক্তদের জন্য সুখবর। ভিন্ন ভিন্ন সামাজিক বা অর্থনৈতিক স্তরে অবস্থান থেকে তিন নারীর বদ্ধ অবস্থায় থাকাকালীন জীবন সম্পর্কে উপলব্ধির এক স্পষ্ট রেখাচিত্র নিয়ে তৈরী হল Just Studio Originals এর পরবর্তী স্বল্প দৈর্ঘ্যের ছবি 'Missing ll'। ছবির মূল ভাবনা প্রযোজক-অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়ার মস্তিস্কপ্রসূত। সেই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে ছবির চিত্রনাট্য লিখেছেন চন্দ্রোদয় পাল। বর্তমান অবস্থার প্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন প্রতীক দাশ। চমক রয়েছে ছবির কাস্টিং এ। জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী প্রথমবার দর্শকদের সামনে আসছেন অভিনেত্রীর ভূমিকায়! ছবিতে গৃহবধূ আশা সেনের চরিত্রে থাকছেন তিনি। অন্য দুই চরিত্রে বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় দুই মুখ! মুসকান এবং লক্ষ্মীর চরিত্রে রয়েছেন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত দুই অভিনেত্রী যথাক্রমে অমৃতা চট্টোপাধ্যায় এবং ঋ।
View this post on InstagramOnce upon a time... A post shared by Iman Chakraborty (@iman_chakraborty) on