পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠাতে অভিনব উদ্যোগ অমিতাভ বচ্চনের
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে অভিনব উদ্যোগ অমিতাভ বচ্চনের। অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড-এর ডিরেক্টর রাজেশ যাদব জানান, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য নিজেই সব দেখাশোনা করছেন বিগ বি। মুম্বই থেকে উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে ফেরানোর জন্য ৬টি বিমানের ব্যবস্থা করেছেন অমিতাভ। ট্রেনে যাতায়াতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সেই কারণেই ট্রেনের পরিবর্তে বাসের ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা অমিতাভ করছেন বলে খবর।
View this post on InstagramBas 5 baar bolna hai yeh tongue twister.. Koshish karenge aap log .. Karenge toh Humari chandi ho jayegi.. Sivaye ek ke ! . @ayushmannk @deepikapadukone #RanbirKapoor @aliaabhatt @virat.kohli @kartikaaryan @bhumipednekar . . “गुलाबो की खटर-पटर से तितर-बितर सिताबो सिताबो के अगर-मगर से उथल-पुथल गुलाबो” . . Catch #GiboSiboOnPrime @primevideoin @ayushmannk @shoojitsircar @ronnie.lahiri #SheelKumar @juhic3 @filmsrisingsun @kinoworksllp A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on