তৃণমূল সাসপেন্ড করল পার্থ চট্টোপাধ্যায়কে

A G Bengali
যা নিয়ে এতদিন জল্পনা চলছিল তাই সত্যি হলো। পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে দলের শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্ত ঘোষণা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, এই টাকার উৎস কী তা খুঁজে বার করতে হবে। এদিনের বৈঠকে অভিষেক ছাড়াও হাজির ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি ও চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, ‘আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হল। তিনি দলের জাতীয় কর্মসমিতির সদস্য, মহাসচিব, জাগো বাংলার সম্পাদক ও শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য ছিলেন। তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করল দল’।

পাশাপাশি একই দিনে মন্ত্রিসভা থেকেও অপসারিত হন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। তিনি গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক বসেছিল। জল্পনা ছিল পার্থর মন্ত্রিত্বের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে ওই বৈঠকের পরই পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়। শিল্পবাণিজ্য-সহ তথ্য-প্রযুক্তি, পরিষদীয় এবং শিল্প পুনর্গঠন দফতর থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পার্থকে সরানোর পর নাম না করে প্রতিক্রিয়াও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, "একজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলাম। আমাদের দল খুব কঠোর দল। অনেক কষ্ট করে রাজনীতিটা করি।"

Find Out More:

Related Articles: