করোনা আপডেট : চিকিৎসক, নার্সদের সম্মান জানিয়ে মুক্তি পেল 'তেরি মিট্টি'

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। কিন্তু অনেকেই ফিটনেসের নো এক্সকিউজ। মুক্তি পেল তেরি মিট্টি। যেখানে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে গিয়ে চিকিতসক, নার্সরা যেভাবে এগিয়ে আসছেন এবং দিনরাত এক করে কাজ করছেন, সেই ছবি তুলে ধরা হয়েছে। তবে তা গানের মাধ্যমে। মনোজ মুনতাসির এবং বি প্রকের এই গান এবং তার দৃশ্যায়ন দেখলে চোখে জল চলে আসবে আপনার। ভারতকে রক্ষা করতে চিকিতসক, চিকিতসা কর্মীরা যেভাবে নিজেদের পরিবারকে ভুলে কাজ করছেন, তাকেই স্যালুট জানানো হয়েছে। দেশকে রক্ষা করতে সীমান্তে লড়াই করেন জওয়ানরা। এবার কোভিড ১৯-এর লড়াই করতে সেই এক বীর সৈনিককেই পাঠানো হয়েছে, শুধু পোশাক বদল করে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 
A post shared by Zee Music Company (@zeemusiccompany) on

Find Out More:

Related Articles: