প্রিয়াঙ্কা সরকারের বসন্ত উৎসব
ছোট পর্দা থেকে বড় পর্দা পরিচিত মুখ টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বাংলা ছবিতে একাধিক হিট ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে। প্রিয়াঙ্কা তাঁর অভিনয় দিয়ে দর্শকের মনে আলাদা করে জায়গাও করে নিয়েছেন। এবার বসন্ত উৎসবে মাতলেন প্রিয়াঙ্কা। শেয়ার করেছেন সেই ছবিও।
View this post on Instagramদোলপূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা... A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz) on